জন্মের পর ছ'মাস বয়সে দাঁত গজাতে শুরু করে শিশুদের

সেই দুধের দাঁত আবার ভেঙেও যায় শৈশব থাকতে থাকতে

তার পর যে দাঁত গজায়, সেই নিয়েই কাজে গোটা জীবন

কিন্তু শুধু দু'বারই কেন দাঁত গজায় মানুষের?

বিজ্ঞানীরা জানিয়েছেন, মানুষের মাড়িতে বিশেষ দন্ত কোষ থাকে

সেখান থেকেই দাঁত গজায়, ভেঙে গিয়ে আবার গজায়

কিন্তু শৈশবকালেই সক্রিয় থাকে মাড়ির ওই দন্ত কোষ

এক সময় দন্ত কোষের মৃত্যু হয়, বিলুপ্ত হয়ে যায় মাড়ি থেকে

তাই কিছু প্রাণীর বার বার দাঁত ভাঙলে আর গজালেও

মানুষের বার বার নতুন দাঁত গজায় না