Image Source: Pexels, Pixabay

নানা বিষয়ে স্ট্রেস। অনিয়মিত জীবনযাপন, তারই অঙ্গ হিসেবে লাগামছাড়া কোলেস্টেরল

Image Source: Pexels, Pixabay

অনেক সময়েই বলা হয় কোলেস্টেরল লাগামছাড়া হলে ডিম খাওয়া যাবে না। সত্যিই কি তাই?

Image Source: Pexels, Pixabay

ডিম সহজলভ্য, তুলনায় সস্তা প্রোটিনের উৎস। বিভিন্ন পুষ্টিগুণ থাকে ডিমে।

Image Source: Pexels, Pixabay

ডিম ডায়েটরি কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ উৎস।

Image Source: Pexels, Pixabay

হরমোন তৈরি এবং কোষ-কলা তৈরিতে ভূমিকা রয়েছে কোলেস্টেরলের।

Image Source: Pexels, Pixabay

কোলেস্টেরল মূলত ২ প্রকার। LDL এবং HDL, এর মধ্যে LDL ক্ষতিকারক।

Image Source: Pexels, Pixabay

Nutrients-জার্নালে প্রকাশিত সমীক্ষা বলছে অধিকাংশ লোকের ক্ষেত্রেই ডিম খাওয়ার বিষয়টি কোলেস্টেরলের বৃদ্ধির উপর তেমন প্রভাব ফেলে না

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা বলে থাকেন, ডিম নয়, মাখন, রেড মিট এবং কিছু তেলের জন্য LDL বৃদ্ধি পায়

Image Source: Pexels, Pixabay

এক একজনের স্বাস্থ্যের উপর নির্ভর করে তাঁর খাওয়া কীরকম হবে

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।