বদলে যাচ্ছে টাকা লেনদেনের নিয়ম। এবার থেকে বছরে ২০ লক্ষ টাকা লেনদেনে অবশ্যই জমা দিতে হবে প্যান-আধার কার্ড।
ব্যাঙ্ক, পোস্ট অফিস, কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে এই নিয়ম জারি হয়েছে। আগামী ২৬ মে থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।
যারা বেশি টাকার লেনদেন করেও কর ফাঁকি দিচ্ছিলেন, নতুন নিয়মে তাঁরা ধরা পড়ে যাবেন।
অনেক ক্ষেত্রে বেশি টাকার লেনদেন করলেও আগে প্যান নেই বলে কর ফাঁকি দিত গ্রাহকরা।
এবার থেকে কৃষক ও 'নন ইনকাম ট্যাক্সপেয়ার্স'দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম।
ইতিমধ্যেই সরকার জনগণকে তাদের প্যান নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করতে বলেছে।
অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে, 31 মার্চ, 2023-এর পরে যে সকল করদাতারা তাদের আধার তথ্য জানাতে ব্যর্থ হবেন, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।