কী এই 'ব্লাড মুন'?

কী এই 'ব্লাড মুন'?

চন্দ্রগ্রহণের সময় চাঁদের অন্ধকার অংশে আলো ঠিকরে পড়তেই লাল রঙা দেখায়

আজ চাঁদ সুপার মুন হবে উজ্জ্বলতা বেশ খানিকটা বেশি হবে

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলে 'অস্ট্রোনোমিকাল ট্রাইফ্যাক্টা'

সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ছুঁয়ে চাঁদে যায় সেই আলো পৃথিবীতে এসে লাল রঙ হয়

আজকের চাঁদ অনেকটা রক্তিম থাকবে এটিকে ডাকা হচ্ছে ব্লাড ব্লু মুন

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের লাল আভা দেখা যায়