শীতকালে কেউ কেউ প্রতিদিন স্নান করেন, কারও আবার স্নানে অনীহা এই দুই অভ্যাস কতটা ভাল? কতটা খারাপ?

শীতে গরম জলে স্নান করলে ব্যাকটেরিয়া সংক্রমণ রোখা যায়। সেটা প্রতিদিনই করা যেতে পারে

শীতকালে প্রতিদিন ঠান্ডা জলে স্নান করলে সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে

তবে প্রতিদিন চুল যদি ধুতে হয় সেক্ষেত্রে গরম জল ব্যবহার না করে ঠান্ডা জল ব্যবহার করলে চুল ফাটা, চুল উঠে যাওয়ার সমস্যা কমবে

শীতে প্রতিদিন স্নান করলে রোগ দূরে থাকে সারদিনের ক্লান্তিও কম থাকে, ঝরঝরে থাকা যায়

তবে ঠান্ডার ধাত থাকলে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ মেনে প্রতিদিন স্নানের বিষয়টি নির্ধারণ করুন