Image Source: Pixabay

কেউ বলেন ফোনে ১০০ শতাংশ চার্জ দেওয়া ঠিক না।

Image Source: Pixabay

আবার কেউ বলেন, সম্পূর্ণ চার্জ দিয়েই ফোন রাখা উচিত।

Image Source: Pixabay

অনেকে সারারাত ফোন চার্জে রেখেই ঘুমিয়ে পড়েন।

Image Source: Pixabay

এই অভ্যেসে ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে না তো ?

Image Source: Pixabay

অনেকে বলেন, সম্পূর্ণ চার্জ দিলে ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।

Image Source: Pixabay

প্রতিটি ব্যাটারির একটি লাইফ সাইকেল থাকে।

Image Source: Pixabay

১০০ শতাংশ চার্জ হলে একটি করে সাইকেল পূর্ণ হয়।

Image Source: Pixabay

আর ব্যাটারির আয়ুও কমতে থাকে। তাই বেশি চার্জ না দেওয়াই ভাল।

Image Source: Pixabay

১০০ শতাংশের পরেও চার্জ দিলে ব্যাটারি গরম হতে শুরু করে।

Image Source: Pixabay

সারারাত চার্জে দিয়ে রাখতে রাখতে ব্যাটারি নষ্টও হয়ে যেতে পারে।