বর্ষার মরশুমে এসি চালালে তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা প্রয়োজন। এর থেকে আপনি আরাম পাবেন। পাশাপাশি ভাল থাকবে মেশিন। এছাড়াও ইলেকট্রিক বিলও নিয়ন্ত্রণে থাকবে। খুব বেশি বিদ্যুতের ইউনিট খরচ হবে না। বর্ষাকালে আবহাওয়ায় প্রচুর আর্দ্রতা থাকে তাই এসি মেশিনে ড্রাই মোড রাখা ঠিক হবে। এসি চালানোর পর ঘরের ফ্যানও চালিয়ে দেবেন। তাহলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। বাইরের আবহাওয়া বুঝে প্রয়োজনে অন্যান্য মোড সেট করতে হবে এসি মেশিনে। নিয়মিত ভাবে এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন। এই ফিল্টারে নোংরা জমলে এসি খারাপ হতে পারে। ঘর ঠান্ডা হতে সময় লাগবে অনেক বেশি। কারেন্টও বেশি খরচ হবে। মাসে অন্তত দু'বার এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন। এর ফলে এসি মেশিন ভাল থাকবে, টেকসই হবে। সরাসরি সূর্যালোক পৌঁছয় এমন জায়গায় এসি মেশিন রাখবেন না। এর ফলে এসি খারাপ হতে পারে।