আপনার PC স্লো হয়ে গেলে সবার আগে স্টার্টআপ অ্যাপের সার্ভিস বন্ধ করুন।

আপনার PC স্লো হয়ে গেলে সবার আগে স্টার্টআপ অ্যাপের সার্ভিস বন্ধ করুন।

ABP Ananda
এই সার্ভিস চালু রাখলে আপনার PC স্লো হয়ে যায় এবং অনেক বেশি শক্তি ক্ষয় হয়।

এই সার্ভিস চালু রাখলে আপনার PC স্লো হয়ে যায় এবং অনেক বেশি শক্তি ক্ষয় হয়।

ABP Ananda
যেকোনও কম্পিউটারের ক্ষেত্রেই তার র‍্যাম এবং স্টোরেজের উপর নির্ভর করে যে মেশিন কতটা দ্রুত কাজ করতে পারবে।

যেকোনও কম্পিউটারের ক্ষেত্রেই তার র‍্যাম এবং স্টোরেজের উপর নির্ভর করে যে মেশিন কতটা দ্রুত কাজ করতে পারবে।

ABP Ananda
PC- র কর্মক্ষমতা বজায় রাখতে চাইলে র‍্যাম এবং স্টোরেজের পরিমাণ অবিলম্বে বাড়ানো প্রয়োজন।

PC- র কর্মক্ষমতা বজায় রাখতে চাইলে র‍্যাম এবং স্টোরেজের পরিমাণ অবিলম্বে বাড়ানো প্রয়োজন।

ABP Ananda

PC চার, পাঁচ বছর পুরনো হয় তাহলে অবশ্যই র‍্যাম এবং স্টোরেজ আপগ্রেড করা দরকার।

ABP Ananda

উইন্ডোজ ১১ পরিচালিত PC- র ক্ষেত্রে অন্তত ৮ জিবি র‍্যাম থাকা প্রয়োজন।

ABP Ananda

এরপর দরকার হলে তা আপগ্রেড করে ১৬ জিবি র‍্যাম করা যেতে পারে।

ABP Ananda

খুব বেশি ডেটা সঞ্চিত রাখতে হলে এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহার করতে পারেন।

ABP Ananda

থার্ড পার্টি অ্যাপ ডেস্কটপে অনেক জায়গা নিয়ে থাকে। প্রয়োজনীয় অ্যাপ বেছে নেওয়া দরকার।

ABP Ananda

ডেস্কটপে best performance মোডে পাওয়ার মোড সেট করে রাখা প্রয়োজন।

ABP Ananda