কাজ থেকে আড্ডা- হোয়াটঅ্যাপ এখন সকলেরই প্রয়োজন।

তাই কোনও কারণে ফোন বদল করলে সমস্যা হয়। হোয়াটসঅ্যাপ তো ইনস্টল করা যায়। কিন্তু ডেটা?

ডেটা ট্রান্সফার একটু ঝকমারি ছিল। কিন্তু এখন তার জন্য QR কোড বের করেছে হোয়াটসঅ্যাপ

এই ফিচারের মাধ্যমে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে QR কোডের মাধ্যমেই চ্যাট ট্রান্সফার হয়ে যাবে

তবে এর জন্য ওয়াইফাই সংযোগ লাগবে। তাছাড়া ২টি ডিভাইসকেই একই অপারেটিং সফটওয়ারের হতে হবে

চ্যাট ট্রান্সফারের জন্য নতুন এবং পুরনো দুটি ডিভাইসকে একই ওয়াইফাই সংযোগের মধ্যে থাকতে হবে।

প্রথমে পুরনো ফোনের হোয়াটঅ্যাপে গিয়ে সেটিংসে যেতে হবে

সেখানে চ্যাট অপশন সিলেক্ট করার পরে চ্যাট ট্রান্সফার অপশন সিলেক্ট করতে হবে।

এবার নতুন ফোনের স্ক্রিনে দেখাবে QR কোড স্ক্যান করার জন্য়

এবার পুরনো ফোনের ওই QR কোড স্ক্যান করলেই চ্যাট ট্রান্সফারের কাজ শুরু হয়ে যাবে।