প্রতিদিনের জীবনে প্রয়োজনীয় মোবাইল, কিন্তু অপব্যবহারে ক্ষতি মারাত্মক



ঘরে ঘরে শিশুদের মোবাইলে আসক্তি নিয়ে নানা সমস্যা



গেম খেলা হোক বা সোশাল মিডিয়ায় ঝোঁক, নানাভাবেই মোবাইলে আসক্তি বাড়ছে শিশুদের



প্রশ্ন হল এই আসক্তি কমাবেন কীভাবে?



প্রথমত বুঝতে হবে সন্তান কী চাইছে বা কেন তার ঝোঁক বাড়ছে মোবাইলের প্রতি



সন্তান একাকীত্বে ভুগছে কিনা নজর দিন সেদিকেও



লেখাপড়া বাদে অন্য যে কাজ করতে তার ভাললাগে সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন



যে কোনও ভাল কাজে তাকে উৎসাহ জোগান



যদি একাকীত্ব তাকে গ্রাস করছে মনে হয় তাহলে যতটা সম্ভব সময় কাটান



সন্তানের স্বার্থে এবং প্রয়োজন মনে করলে চিকিৎসকের পরামর্শ নিন