মাথা ন্যাড়া করলে চুল গাঢ় বা ঘন হয় এমন ধারণা বহুকাল থেকে প্রচলিত

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জানায় এর বৈজ্ঞানিক ভিত্তি নেই ন্যাড়া করা বা চুল কামানোর সঙ্গে চুলের বৃদ্ধির কোনও সম্পর্ক নেই

বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে চুল কামানোর ফলে নতুন করে ওঠা চুলের ভিন্নতায় তা ঘন ও কালো দেখায়

সূর্যের আলো, সাবানসহ অন্যান্য রাসায়নিক উপাদান চুলকে হালকা করে দিতে পারে

এসব কারণে মানুষ মনে করে চুল ন্যাড়া করলে এটি দ্রুত, গাঢ় বা ঘন হয়ে উঠে

চুল কামানোর পর প্রথম দিকে কিছু কারণে ঘন বলে মনে হলেও কিছুদিন পর দেখা যায় তেমন পরিবর্তন হয়নি

মাথা ন্যাড়া করায় চুলের ঘনত্ব বাড়ে, তবে সেটি সাময়িক চুল বাড়তে থাকলে ঘনত্ব কমতে থাকে