সেল্ফ-মেডিকেশন করতে করতে অযথা 'গোল্ডেন পিরিয়ড' নষ্ট করে ফেলেন অনেকেই। এবিপি লাইভকে (ABP Live) বিস্তারিত জানিয়েছেন ডাঃ সুশান মুখোপাধ্যায় ঝুঁকি কখন? ৪০ ঊর্ধ্ব ব্যক্তি, কোলেস্টেরল রয়েছে যাঁদের, উচ্চরক্তচাপ, সেডেন্টারি লাইফস্টাইল। পাশাপাশি যাঁর পরিবারে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ধারাবাহিক ইতিহাস রয়েছে এই রিস্ক ফ্যাক্টরগুলি যাঁদের রয়েছে তাঁদের সামান্য সমস্যাতেও সময় নষ্ট করা উচিত নয় হার্ট অ্যাটাকে বুকে ব্যথার থেকেও বুকে চাপ এবং অস্বস্তি অনুভব করাটা প্রধান উপসর্গ। এ ছাড়াও পেট শক্ত হয়ে আসা, বারবার ঢেকুর ওঠা ইত্যাদিকে নেহাত অম্বল ভেবে ভুল করলে বিপদ ডেকে আনবেন। এই ধরনের উপসর্গ যদি ১০-১৫ মিনিটের বেশি স্থায়ী হয় সে ক্ষেত্রে কালক্ষেপ না করেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়াও রাতে বুকে চাপ অনুভব করে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, আর ঘুম না আসা, ঘুম থেকে উঠে কষ্ট ইত্যাদি একেবারেই অ্যাসিডিটির সমস্যা নয়। একদিন বুকে ব্যথা হলে তা অবশ্যই ভয়ের নয়। তবে দু থেকে তিনদিন এই উপসর্গ দেখা দিলেই সতর্ক হন।