দারুচিনির জল দিন শুরু করার পানীয় হিসাবে দারুণ



ওজন হ্রাসের গ্যারান্টি না দিলেও শরীরের নানা সমস্যা দূর করে ।



শরীরের বিপাকীয় হার বাড়াতে সাহায্য করতে পারে।



রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।



দারুচিনি ক্ষুধা-দমনকারী, বলছে গবেষণা



হজমে সাহায্য করার জন্য ব্যবহৃত হয় এটি



রাতে এক কাপ জলে দারুচিনি আর আদা মিশিয়ে ফোটান



ফোটানো জল ছেঁকে রাখুন।



সকাল শুরু করুন দারুচিনির জল দিয়ে।



শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।