জাঁকিয়ে শীত পড়তেই এসি বন্ধ হয়ে গিয়েছে বাড়িতে।



সারা শীত এসি বন্ধ থাকলে সমস্যা হবে না তো ?



অনেকদিন বন্ধ থাকার ফলে এসি খারাপ হওয়ার ভয় থাকে।



শীতের মধ্যেও খুব সহজেই এসি মেশিনের যত্ন নিন।



প্রথমেই এসি পুরোপুরি বন্ধ করতে হলে মেন সুইচ অফ করুন।



শুধু রিমোট কন্ট্রোল দিয়ে বন্ধ করলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয় না।



অনেকদিন বন্ধ থাকায় ধুলো জমে যায় এসির কুলারে।



ধুলো সরাতে সাবান জল আর ব্রাশ দিয়ে ঘষে জালি পরিষ্কার করুন।



পুরো এসি ইউনিটকেই ঢেকে রাখা উচিত ব্যবহার না হলে।



প্যাক করার আগে অবশ্যই দেখে নিন এসি ভাল চলছে কিনা। প্রয়োজনে রক্ষণাবেক্ষণে পেশাদারদের দিয়ে পরীক্ষা করান ও সারান।