শরীরে দীর্ঘস্থায়ী কোনও রোগ থাকলে তা নখেই বোঝা যায়।
নখ ভঙ্গুর হলেও অনেক সময় থাইরয়েডের লক্ষণ হতে পারে।
মেলানোমা দেখা দিলে তা ক্যানসারের উপসর্গ হিসেবে চিহ্নিত হতে পারে।
নখের নিচে বাদামি দাগ, পাতলা নখ ক্যানসারের লক্ষণ বলেও মনে করেন অনেকে। *এই লেখাটি তথ্যমূলক। চিকিৎসা পরামর্শ নয়। বিশদে আলোচনার জন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।*