প্রথমে হালকা গরম জলে চশমার কাচ দুটি ধুয়ে নিন। বেশি গরম জল নয়।



এবারে একটি মাইক্রোফাইবার কাপড় নিয়ে লেনস দুটো মুছে নিন।



বাসন মাজার লিকুইড সোপ এক ফোঁটা করে নিন দুই কাচে।



এবার আলতো করে সেটি কাচে মাখিয়ে নিতে হবে।



অনেকে বাসন মাজতে সাবান ব্যবহার করেন।



সেটি দিয়েও একইভাবে মাখিয়ে নিতে হবে।



এবার ভাল করে জল দিয়ে ধুয়ে নিন দুদিকের কাচ।



আপনার এলাকার জলে খুব বেশি আয়রন থাকলে জল একটু ফুটিয়ে নিন।



অথবা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে পারেন।



জল দিয়ে ধোয়ার পর অতিরিক্ত জল ঝেড়ে শুকিয়ে নিন।