ফেসিয়ালের পর মুখে হাত দেবেন না



মুখে হাত দিলে হাত থেকে বিভিন্ন ব্যাক্টেরিয়া মুখে চলে যায়, তাতে ব্রণ হতে পারে



ফেসিয়ালের পর সঙ্গে সঙ্গে মেকআপে মারাত্মক ক্ষতি হতে পারে



মেকআপ প্রোডাক্টে রয়েছে কেমিক্যালে যা ত্বকের গ্রন্থিতে ঢুকে গিয়ে ত্বকের সমস্যার কারণ হতে পারে



ফেসিয়ালের পর স্ক্রাবার বা ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না



ফেসিয়ালের পর অন্তত ৪-৭ ঘণ্টা পর্যন্ত ফেস ওয়াশ ব্যবহার নয়, শুধুমাত্র জল দিয়ে মুখ ধোওয়া যেতে পারে



ফেসিয়াল করেই সঙ্গে সঙ্গে রোদে বেরোবেন না



সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের ক্ষতি হতে পারে



ফেসিয়ালের পর ত্বক আরও স্পর্শকাতর হয়ে যায়, তাই হালকাভাবে মুখ মুছতে হবে