পেয়ারাপাতা দিয়ে অনেকেই দাঁত মাজেন। কারণ এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে।



পেয়ারাপাতা ভিটামন সি ও পটাশিয়ামে ভরপুর। এটি হার্টের জন্য ভাল।



ভিটামিন সি ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের জেল্লা অটুট রাখে এটি।



রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণেও এটি বেশ উপকারী।



এছাড়াও, পেয়ারাপাতা চোখের জন্য উপকারী।



এর ফাইবারের গুণ রক্তে সুগার নিয়ন্ত্রণ করে।



পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পেয়ারাপাতা।



পেয়ারাপাতা হজমের জন্যও উপকারী। কারণ সেই ফাইবার।



ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এই পাতা।



একাধিক গবেষণায় দেখা গিয়েছে, পেয়ারাপাতা ঋতুস্রাবের ব্যথা কমায়।