চুলের যত্ন নিতে গিয়ে অজান্তেই অনেক ভুল করে ফেলি আমরা অনেকেরই বারবার চুল আঁচড়ানোর অভ্যাস আছে

বারবার চুল আঁচড়ানোর সঙ্গে কি চুল ওঠার কোনও সরাসরি যোগ আছে?

জোরে জোরে হেয়ার ব্রাশ চালালেই কিন্তু হতে পারে চুলের দফারফা! এমনকী মুঠো মুঠো চুলও উঠে আসতে পারে

আসলে জোরে চুল আঁচড়ালে চুলের গোড়ায় টান পড়ে গোড়া আলগা হয়ে যায়, ফলে সহজেই চুল উঠে আসে

সারাদিনে বারবার চুল আঁচড়ানোর কোনও প্রয়োজন নেই প্রয়োজনে দিনে দু'বার চুল আঁচড়াতে পারেন

ঘণ্টায় ঘণ্টায় চুলে হেয়ার ব্রাশ চালাবেন না চিরুনির ঘর্ষণে চুল রুক্ষ হয়, ভেঙে যেতে শুরু করে

বারবার চুল আঁচড়ালে হেয়ার ফল বাড়ার সম্ভাবনা থাকে হেয়ার ব্রাশ করার মাত্রা কমিয়ে দিলে চুল ঝরাও কমে

সঠিক নিয়মে চুল আঁচড়ালে স্ক্যাল্পে তেল ক্ষরণের মাত্রা ঠিকঠাক থাকে, সুস্থ থাকে চুল