Image Source: pixabay.com

ছোট থেকে বড়, সব বয়সের ব্যক্তিদের মধ্যেই সন্ধ্যেবেলা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়

Image Source: pixabay.com

কিন্তু এই জাঙ্ক ফুড ওবেসিটি থেকে মধুমেহ কিংবা উচ্চ রক্তচাপ অথবা রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে

Image Source: pixabay.com

পরিবর্তে সন্ধ্যের জলখাবারে রাখতে পারেন চানা চাট, এমনটাই জানাচ্ছেন পুষ্টিবিদরা

Image Source: pixabay.com

ছোলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে, সাধারণ ছোলা নয়, চানা চাট তৈরি করার জন্য কাবলিছোলা ব্যবহার করার পরামর্শ তাঁদের

Image Source: pixabay.com

এই ছোলা সেদ্ধ করে তার সঙ্গে শশা, পেঁয়াজ, টমেটো কুঁচি দিয়ে মিশিয়ে তার সঙ্গে অল্প নুন ও গোলমরিচ মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা

Image Source: pixabay.com

কাবলিছোলাতে প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে, এতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম হৃদপিন্ডকে সুস্থ রাখে

Image Source: pixabay.com

উচ্চ রক্তচাপের সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের জন্য অত্যন্ত উপকারী, বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এটি

Image Source: pixabay.com

হরমোনের সমস্যা প্রতিরোধে দারুণ কার্যকরী কাবলিছোলা, স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে

Image Source: pixabay.com

মহিলাদের জন্য একটি দারুণ স্বাস্থ্যকর খাবার, মহিলাদের পিরিয়ড চলাকালীন যে মেজাজ পরিবর্তন হয়, তা নিয়ন্ত্রণে রাখে

Image Source: pixabay.com

মস্তিষ্ক সচল রাখতে কাবলিছোলার জুড়ি মেলা ভার, নিয়মিত কাবলিছোলা খেলে স্নায়ুর রোগ প্রতিরোধ হয়