বাড়িতে নয়, বাইরে খেলতে বের হোক ছোটরা। তাতে একাধিক উপকার পাওয়া যাবে।

গবেষণায় দেখা গেছে, আউটডোর গেম শিশুদের মস্তিষ্কের কার্যকারিতা ও বুদ্ধি বাড়ায়।

খোলামেলা পরিবেশে থাকলে শিশুর কল্পনা-শক্তি এবং সৃষ্টিশীলতা বাড়ে

আউটডোর গেম আপনার শিশুকে সর্বদা সক্রিয় রাখতে সাহায্য করবে

এর পাশাপাশি পেশি ও হাড় শক্ত রাখে আউডডোর গেম

রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে শিশুদের মধ্যে

বাইরে পরিবেশে খেলাধূলায় নিযুক্ত থাকলে শিশুদের নিজেদের মধ্যে ভারসাম্য রাখার ক্ষমতা তৈরি হয়

শিশুদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়

শিশুরা সবসময় উৎসাহিত থাকে

মন ভাল রাখে আউটডোর গেম। বাড়িতে পড়াশোনাতেও মন বসে।