আগামীকাল থেকে ত্রিপুরায় বাধ্যতামূলক হচ্ছে মাস্ক ব্যবহার। চেন্নাইয়ের পর এবার মাস্ক বাধ্যতামূলক হচ্ছে ত্রিপুরাতেও। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি হেঁকেছে।
তারপরই কোভিড বিধি মেনে চলার বিষয়ে কড়া নজর দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সোমবার প্রশাসনিক স্তরে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রিপুরা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০। ৪ জুলাই ছিল ১.৭৯ শতাংশ, ১০ জুলাই দাঁড়িয়েছে ৭.১২ শতাংশ। পাশাপাশি বাড়ানো হবে নমুনা পরীক্ষার সংখ্যা।
জুলাইয়ের ৬ তারিখ থেকে চেন্নাইয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে চেন্নাইয়ে প্রশাসন সাফ জানিয়েছে, মাস্ক না পড়লেই মাশুল গুণতে হবে সাধারণ মানুষকে। দিতে হবে পাঁচশো টাকা।
ইতিমধ্যেই কোভিড আধিক্যের জন্য চেন্নাইয়ের অফিস, মল-সহ যাবতীয় পাবলিক প্লেসে বিশেষ করে এই কড়া নজরদারি চালু করা হয়েছে।
অন্যদিকে করোনা সংক্রমণ বাড়ছে উত্তরপ্রদেশেও। ভিড় এড়াতে নয়ডার বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সূত্রের খবর, ৩১ অগাস্ট পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম।
এদিকে এরাজ্যে স্বাস্থ্য দফতরের পঞ্চম সেন্টিনেল সার্ভেতে উদ্বেগ তৈরি হয়েছে।
জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ১১টি জায়গাকে বিপজ্জনক হিসেবে লাল তালিকাভুক্ত করা হয়েছে। হলুদ তালিকাভুক্ত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা ও ৮টি জেলাকে।
একমাত্র স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে পজিটিভিটি রেট ১ শতাংশের নিচে।