বর্ষাকালে বেড়াতে যাচ্ছেন? মনসুনের ট্রিপে যাওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তার সঙ্গে প্রয়োজন, বেশ কিছু জিনিস সঙ্গে রাখাও।
ওয়াটার প্রুফ জুতো
বর্ষায় ঘুরতে গেলে অবশ্যই পরতে হবে ওয়াটার প্রুফ জুতো। বৃষ্টির জলে জুতো ভিজে গেলে তা পরে থাকা অস্বস্তিকর। প্রয়োজনে দু থেকে তিন জোড়া এমন জুতো সঙ্গে রাখতে হবে।
এমন পোশাক পরতে হবে যা দ্রুত শুকিয়ে যায়
বর্ষাকালে বেড়াতে গেলে, ছাতা সঙ্গে থাকলেও মনে রাখতে হবে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে। ফলে দ্রুত শুকিয়ে যায় এমন পোশাক পরাই শ্রেয়। এক্ষেত্রে মোটা পোশাক পরা যাবে না।
রাস্তার খাবার এড়িয়ে চলতে হবে
বর্ষাকালে পেটের নানা সমস্যা দেখা দেয়। তাই কোথাও ঘুরতে গেলে রাস্তার খাবার এড়িয়ে চলাই ভাল। প্রয়োজনে শুকনো খাবার সঙ্গে রাখতে হবে।
সঙ্গে থাকুক ওয়াটার প্রুফ ব্যাগ
ওয়াটার প্রুফ ব্যাগ না থাকলে ব্যাগের ভেতরে থাকা জামাকাপড়, মোবাইল, চার্জার, ল্যাপটপ ভিজে যেতে পারে।
পাহাড় বা জঙ্গলে বেড়াতে গেলে মশা বা অন্য পোকামাকড়ে থাকে। যার মধ্যে কোনওটা আবার বিষাক্তও হতে পারে। তাই তার হাত থেকে বাঁচতে সঙ্গে রাখতে হবে, পোকামাকড় প্রতিরোধী ওষুধ।