ইতিমধ্যেই জাতীয় দলের হয়েও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
এবার টি-২০ ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বকালীন রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ২৮ বলেই সেঞ্চুরি আসল তাঁর ব্যাট থেকে।
দিনকয়েক আগেই উর্ভিল পটেলও গুজরাতের হয়ে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছিলেন। তাঁর সঙ্গে যুগ্মভাবে ভারতীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব এখন অভিষেকের দখলে।
২৯ বলে অভিষেকের ১০৬ রানের ইনিংস ছিল ১১টি ছক্কায় সাজানো।
এর সুবাদেই অভিষেক সূর্যকুমার যাদবকে পিছনে ফেলে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের নামে করলেন।
সূর্য এক বছরে ৮৫টি ছয় মেরেছিলেন। অভিষেকের ছক্কার সংখ্যা দাঁড়ালো ৮৭।
এটি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক শর্মার চতুর্থ সেঞ্চুরি। এই টুর্নামেন্টে এটিই কোনও ব্যাটারের সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি।
মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে অভিষেক বল হাতে দুই উইকেটও নেন, পাঞ্জাব সাত উইকেটে ম্যাচ জিতে নেয়