তাঁকে মনে করা হতো, সচিন তেন্ডুলকরের চেয়েও বেশি প্রতিশ্রুতিমান ক্রিকেটার
বাঁহাতি ব্যাটার বিনোদ কাম্বলির আগ্রাসী খেলার ধরন সমস্ত বোলারের কাছে ছিল অগ্নিপরীক্ষা
ভাল নেই বিনোদ কাম্বলি, দীর্ঘদিন ধরে ভুগছেন পার্কিনসন্সে
মুম্বইয়ে কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধের উদ্বোধনে এক মঞ্চে দেখা গেল সচিন-কাম্বলি-প্রবীণ আমরেদের
অনুষ্ঠানে কাম্বলির ব্যবহার অনেকেরই অস্বাভাবিক লেগেছে, সচিনকে তো একবার দেখা যায় জোর করে নিজের হাত ছাড়াচ্ছেন
কাম্বলি অনুষ্ঠানে একটি গান গেয়েছেন, তবে কথা বলার সময় বেশ অসংলগ্ন লেগেছে তাঁকে
বেহিসেবি জীবনযাপন করেই কাম্বলি হারিয়ে গিয়েছিলেন ক্রিকেট মাঠ থেকে
কাম্বলিকে ফের মাঠে ফেরানোর চেষ্টা করেন সচিন, কোচ করার উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু সেখানেও থাকতে পারেননি কাম্বলি
ভারতের হয়ে ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন কাম্বলি
টেস্টে ৪টি ও ওয়ান ডে ক্রিকেটে ২টি সেঞ্চুরি করেছিলেন কাম্বলি, ২০০০ সালে শেষবার খেলেন ভারতের হয়ে