যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ধনশ্রীর, খবর সূত্রের
বান্দ্রার ফ্যামিলি কোর্টে বৃহস্পতিবার দুজনের ডিভোর্স হয়ে গিয়েছে বলেই খবর
শোনা যাচ্ছে, চাহালের থেকে খোরপোশ বাবদ ৬০ কোটি টাকা দাবি করেছিলেন ধনশ্রী
ধনশ্রী কি সত্যিই এই বিশাল অঙ্ক খোরপোশ হিসাবে দাবি করেছেন চাহালের থেকে?
ধনশ্রীর পরিবারের এক সদস্য গোটা জল্পনাকেই উড়িয়ে দিয়েছেন
ধনশ্রীর আত্মীয়ের দাবি, খোরপোশ নিয়ে কোনও আলোচনাই হয়নি দু'পক্ষের
ধনশ্রীর উকিল অদিতি মোহন জানিয়েছেন, গোটা প্রক্রিয়াই বিচারাধীন, কোনও মন্তব্য করবেন না
চাহাল ও ধনশ্রী আদালতে জানিয়েছেন, ১৮ মাস তাঁরা আলাদা থাকছেন
নাচ শেখার সূত্রে চাহালের সঙ্গে ধনশ্রীর আলাপ হয়, তারপরই প্রেম ও বিয়ে
২০২০ সালে বিয়ে, মাত্র সাড়ে চার বছরেই বিচ্ছেদের পথে দুই তারকা