সম্পর্কে ইতি?
abp live

সম্পর্কে ইতি?

যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ধনশ্রীর, খবর সূত্রের

আদালতে নিষ্পত্তি
abp live

আদালতে নিষ্পত্তি

বান্দ্রার ফ্যামিলি কোর্টে বৃহস্পতিবার দুজনের ডিভোর্স হয়ে গিয়েছে বলেই খবর

মোটা খোরপোশ?
abp live

মোটা খোরপোশ?

শোনা যাচ্ছে, চাহালের থেকে খোরপোশ বাবদ ৬০ কোটি টাকা দাবি করেছিলেন ধনশ্রী

সত্যিই ৬০ কোটি?
abp live

সত্যিই ৬০ কোটি?

ধনশ্রী কি সত্যিই এই বিশাল অঙ্ক খোরপোশ হিসাবে দাবি করেছেন চাহালের থেকে?

abp live

কী দাবি পরিবারের?

ধনশ্রীর পরিবারের এক সদস্য গোটা জল্পনাকেই উড়িয়ে দিয়েছেন

abp live

টাকার বিনিময়ে রফাসূত্র?

ধনশ্রীর আত্মীয়ের দাবি, খোরপোশ নিয়ে কোনও আলোচনাই হয়নি দু'পক্ষের

abp live

কী বলছেন আইনজীবী?

ধনশ্রীর উকিল অদিতি মোহন জানিয়েছেন, গোটা প্রক্রিয়াই বিচারাধীন, কোনও মন্তব্য করবেন না

abp live

কত দিন আলাদা বসবাস?

চাহাল ও ধনশ্রী আদালতে জানিয়েছেন, ১৮ মাস তাঁরা আলাদা থাকছেন

abp live

প্রেম করে বিয়ে

নাচ শেখার সূত্রে চাহালের সঙ্গে ধনশ্রীর আলাপ হয়, তারপরই প্রেম ও বিয়ে

abp live

ভাঙছে সংসার

২০২০ সালে বিয়ে, মাত্র সাড়ে চার বছরেই বিচ্ছেদের পথে দুই তারকা