ঘর ভাঙল ক্রিকেটারের!

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা

বরাবর শিরোনামে

পেশায় দন্ত চিকিৎসক, সঙ্গে কোরিওগ্রাফারও, সুন্দরী ধনশ্রী সব সময় থেকেছেন প্রচারের আলোয়

বিচ্ছেদ জল্পনা

যুজবেন্দ্রর সঙ্গে ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেকদিন থেকেই গুঞ্জন ছিল

জল্পনায় সিলমোহর!

জানা গিয়েছে, বৃহস্পতিবার ডিভোর্স হয়ে গিয়েছে চাহাল ও ধনশ্রীর

আইনি বিচ্ছেদ

বৃহস্পতিবার বান্দ্রা ফ্যামিলি কোর্টে দুজনের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রের খবর

বিচারকের পরামর্শ

শোনা যাচ্ছে, বিচারপতি দুজনকে কাউন্সেলিং করিয়েছেন প্রায় ৪৫ মিনিট, মেলেনি রফাসূত্র

কী কারণ?

শোনা যাচ্ছে, মতের অমিল হওয়াকেই বিচ্ছেদের কারণ হিসাবে দেখিয়েছেন দম্পতি

বিকেলে রায়

শোনা যাচ্ছে, বান্দ্রার ফ্যামিলি কোর্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেয় বিচ্ছেদের রায় দেন

ঈশ্বরকে ধন্যবাদ

চাহাল ও ধনশ্রী, দুজনই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন

তিক্ততার প্রতিফলন

ধনশ্রী লিখেছেন, উদ্বেগ কাটিয়ে আশীর্বাদ পেলাম, যা থেকে দম্পতির সম্পর্কের অবনতির নির্যাস পাওয়া যায়