আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে ভারত-পাকিস্তানের মেগা দ্বৈরথ।
ABP Ananda

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে ভারত-পাকিস্তানের মেগা দ্বৈরথ।



সেই ম্যাচের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ। কারণ বিরাট কোহলি ও ঋষভ পন্থ।
ABP Ananda

সেই ম্যাচের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ। কারণ বিরাট কোহলি ও ঋষভ পন্থ।



বিরাট কোহলি শনিবার অনুশীলনে গোটা দলের থেকে তিন ঘণ্টা আগে আসেন।
ABP Ananda

বিরাট কোহলি শনিবার অনুশীলনে গোটা দলের থেকে তিন ঘণ্টা আগে আসেন।



দলের কোচিং স্টাফদের সঙ্গে দীর্ঘ সময় অনুশীলনও সারেন তিনি।
ABP Ananda

দলের কোচিং স্টাফদের সঙ্গে দীর্ঘ সময় অনুশীলনও সারেন তিনি।



ABP Ananda

খারাপ ফর্ম থেকে ছন্দে ফেরার লক্ষ্যে সম্ভবত বাড়তি ঘাম ঝরাতে বদ্ধপরিকর কোহলি।



ABP Ananda

তবে অনুশীলনে যে ছবি ধরা পড়ল, তা বেশ উদ্বেগের। কোহলিকে বাঁ-পায়ে আইসপ্যাক দিতে দেখা যায়।



ABP Ananda

অনেকেই তাঁর চোট লেগেছে কি না, সেই বিষয়ে উদ্বিগ্ন। তবে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।



ABP Ananda

অপরদিকে, ঋষভ পন্থ তো শনিবার দলের অনুশীলনই করতে পারেননি।



ABP Ananda

সাংবাদিক সম্মেলনে শুভমন গিলও অনুশীলনে পন্থের অনুপস্থিতির কথা স্বীকার করে নেন।



ABP Ananda

তবে পন্থ চোটের কবলে নন, তাঁর ভাইরাল জ্বর হওয়ায় তিনি অনুশীলন সারতে পারেননি।