প্রথম দফায় ছিলেন অবিক্রিত

আইপিএলের নিলামে দ্বিতীয় দফায় অজিঙ্ক রাহানেকে তাঁর ন্যূনতম দাম দেড় কোটি টাকায় কেনে কেকেআর

দল পেতেই স্বপ্নের ছন্দে

ঘরোয়া টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে শাসন করছেন রাহানে

ফাইনালে তুললেন মুম্বইকে

হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যর বঢোদরার বিরুদ্ধে ঝোড়ো ৯৮ রান করে মুম্বইকে তুললেন ফাইনালে

ধারাবাহিকতায় সেরা

সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে ৭ ইনিংসে ৫টি হাফসেঞ্চুরি রাহানের

রানের পাহাড়ে

৭ ম্যাচে ৪৩২ রান করেছেন রাহানে

বিধ্বংসী ব্যাটিং

প্রায় ১৭০ স্ট্রাইক রেটে রান করছেন রাহানে

মুছে গিয়েছে তকমা

তিনি নাকি টেস্ট প্লেয়ার, এই তকমা ছিঁড়ে ফেলেছেন রাহানে

নাইট পরিবারে স্বস্তি

রাহানের দুরন্ত ফর্ম দেখে কেকেআর শিবির খুশিতে ডগমগ

নেতৃত্বের দাবিদার

পরের আইপিএলে কেকেআরের সম্ভাব্য অধিনায়ক মনে করা হচ্ছে রাহানেকে

ফাইনালেও তুরুপের তাস

মধ্য প্রদেশের বিরুদ্ধে ফাইনালে রাহানের ব্যাটই মুম্বইয়ের সেরা অস্ত্র (ছবি - পিটিআই)