Image Source: Pexels

নিয়মিত মেকআপ করেন? তাহলে অতি অবশ্যই সঠিকভাবে মেকআপ তোলার টিপসগুলো জেনে নিন।

Image Source: Pexels

সঠিকভাবে মেকআপ তুলতে না পারলে আপনার ত্বক নষ্ট হয়ে যেতে বেশিদিন লাগবে না।

Image Source: Pexels

নিপুণভাবে মেকআপ করার পাশাপাশি সঠিকভাবে মেকআপ তুলে ফেলাও ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

Image Source: Pexels

ত্বক ভাল রাখতে তাই মেনে চলুন বেশ কয়েকটি 'মেকআপ রিমুভাল টিপস'।

Image Source: Pexels

কখনই গায়ের জোরে ঘষে ঘষে মেকআপ তুলবেন না। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

Image Source: Pexels

চোখের মেকআপ অর্থাৎ কাজল, লাইনার, মাস্কারা তোলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন।

Image Source: Pexels

নরম ওয়াইপস বা তুলো দিয়ে মেকআপ তোলা ত্বকের জন্য ভাল।

Image Source: Pexels

প্রথমে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর ফেসওয়াশ লাগিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

Image Source: Pexels

মেকআপ তোলার পর অতি অবশ্যই ত্বক ময়শ্চারাইজ করতে হবে। হাল্কা কোনও ময়শ্চারাইজার লাগিয়ে নিন মুখে।

Image Source: Pexels

মেকআপ করলে অতি অবশ্যই তা তুলে ফেলুন। ত্বকে মেকআপ রেখে দেওয়া একেবারেই ভাল নয়।