Image Source: Pexels, Pixabay

অনেক খাবারই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। খাবারে সামান্য বদল আনলেই এই ঝুঁকি এড়ানো যাবে।

Image Source: Pexels, Pixabay

গবেষণা বলছে সেই খাবারটি কুইনোয়া। কীসের ভিত্তিতে এই দাবি গবেষকদের।

IDIBAPS-এর গবেষক এবং কাতালোনিয়ার ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ডায়ানা দাজ রিজোলো-এর নেতৃত্বে গবেষণা হয়েছে

Image Source: Pexels, Pixabay

গবেষণাপত্র নিউট্রিয়েন্টস (Nutrients) জার্নালে প্রকাশিত হয়েছে

Image Source: Pexels, Pixabay

নিয়মিত কুইনোয়া খেলে টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে কুইনোয়ার মাইক্রোনিউট্রিয়েন্ট, রক্তে শর্করার মাত্রা কমায়।

Image Source: Pexels, Pixabay

গবেষকরা ৬৫ বছরের বেশি বয়সী প্রিডায়াবেটিক ব্যক্তিদের খাবার ও শর্করার মাত্রা পরিমাপ করেছেন।

Image Source: Pexels, Pixabay

পরে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলিকে কুইনোয়া এবং তা থেকে তৈরি খাবারের সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে।

Image Source: Pexels, Pixabay

সেইসময় তাঁদের রক্তে শর্করার ওঠানামা অন্যসময়ের তুলনায় কম ছিল, বলছেন গবেষকরা।

Image Source: Pexels, Pixabay

তাঁদের আরও দাবি, কুইনোয়া ভিত্তিক ডায়েট রক্তের লিপিডের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।