Image Source: Pexels, Pixabay

এখন বিশ্বজুড়ে চর্চা চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা artificial intelligence নিয়ে।

Image Source: Pexels, Pixabay

চোখের নিমেষে জটিল কাজ করে দিতে এর জুড়ি নেই। কাজও সহজে হচ্ছে। কিন্তু এরও নানা সমস্যা রয়েছে।

Image Source: Pexels, Pixabay

যে কোনও প্রযুক্তি ভাল এবং খারাপ দুরকম ভাবেই ব্যবহার করা যায়। তাই সব প্রযুক্তির সঙ্গে জড়িয়ে থাকে বিপদের ঝুঁকি

Image Source: Pexels, Pixabay

প্রথমত এখনও এই প্রযুক্তি অত্যন্ত খরচসাপেক্ষ। বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হয়।

Image Source: Pexels, Pixabay

AI-প্রতিনিয়ত বদলে যাচ্ছে। নিয়মিত দেখভাল, প্রযুক্তি উন্নয়ন, আপগ্রেডেশন প্রয়োজন। তার জন্য় বাড়ে খরচ।

Image Source: Pexels, Pixabay

AI-এর মাধ্যমে একাধিক কাজ এক নিমেষে হচ্ছে। যার ফলে প্রবল ছাঁটাই হচ্ছে। অর্থনীতির জন্য যা ভয়াবহ।

Image Source: Pexels, Pixabay

কাজের ক্ষেত্রেও সৃজনশীলতা হ্রাস পাবে বলে অনেকের মত। AI দুরন্ত লিখতে, আঁকতে পারলেও তার একটা সীমা রয়েছে বলে মনে করেন অনেকে

Image Source: Pexels, Pixabay

এই অভ্যাস ব্যক্তির জটিল চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা নষ্ট করে বলে অনেকের দাবি।

Image Source: Pexels, Pixabay

তথ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেরই আশঙ্কা AI নির্ভরতা তথ্য সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে।

Image Source: Pexels, Pixabay

তথ্য বিকৃতির কাজে, ভুল তথ্য পরিবেশনের কাজে AI ব্যবহৃত হলে তার প্রভাব মারাত্মক হতে পারে।