এখন বিশ্বজুড়ে চর্চা চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা artificial intelligence নিয়ে। চোখের নিমেষে জটিল কাজ করে দিতে এর জুড়ি নেই। কাজও সহজে হচ্ছে। কিন্তু এরও নানা সমস্যা রয়েছে। যে কোনও প্রযুক্তি ভাল এবং খারাপ দুরকম ভাবেই ব্যবহার করা যায়। তাই সব প্রযুক্তির সঙ্গে জড়িয়ে থাকে বিপদের ঝুঁকি প্রথমত এখনও এই প্রযুক্তি অত্যন্ত খরচসাপেক্ষ। বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হয়। AI-প্রতিনিয়ত বদলে যাচ্ছে। নিয়মিত দেখভাল, প্রযুক্তি উন্নয়ন, আপগ্রেডেশন প্রয়োজন। তার জন্য় বাড়ে খরচ। AI-এর মাধ্যমে একাধিক কাজ এক নিমেষে হচ্ছে। যার ফলে প্রবল ছাঁটাই হচ্ছে। অর্থনীতির জন্য যা ভয়াবহ। কাজের ক্ষেত্রেও সৃজনশীলতা হ্রাস পাবে বলে অনেকের মত। AI দুরন্ত লিখতে, আঁকতে পারলেও তার একটা সীমা রয়েছে বলে মনে করেন অনেকে এই অভ্যাস ব্যক্তির জটিল চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা নষ্ট করে বলে অনেকের দাবি। তথ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেরই আশঙ্কা AI নির্ভরতা তথ্য সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। তথ্য বিকৃতির কাজে, ভুল তথ্য পরিবেশনের কাজে AI ব্যবহৃত হলে তার প্রভাব মারাত্মক হতে পারে।