সম্প্রতি ইউজারদের আতঙ্ক, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে 'পিঙ্ক হোয়াটসঅ্যাপ'। স্ক্যামাররা ইউজারদের লিঙ্ক পাঠিয়ে ডাউনলোড করতে বলছেন। এর মাধ্যমে নতুন লুকে গোলাপি রঙে নাকি হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে। নতুন লুকের সঙ্গে আবার থাকবে নতুন ফিচার। এই ফাঁদে একবার পা দিলেই সর্বনাশ। হ্যাকারদের হাত থেকে আর মুক্তি পাবেন না আপনি। এই লিঙ্কের সঙ্গে আসলে যুক্ত থাকছে malicious software। এর মাধ্যমে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি। পুরো ফোনের নিয়ন্ত্রণও হ্যাকারদের হাতে চলে যেতে পারে। কারণ ওই লিঙ্ক আসলে একটি phishing link। সতর্ক থাকুন, সজাগ থাকুন, প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।