রাতজেগে, দুশ্চিন্তায় জেরবার জীবন, তার ছাপ চেহারাতেও চোখের কোলে কালি, ছোপ থেকে ক্লান্তির ছাপ স্পষ্ট হয় তা ঢাকতে প্রসাধন কেনেন অনেকেই, নামী দামি সংস্থার জিনিস কিন্তু কাজের কাজ হয় কি! বিশেষ করে ভারতীয় ত্বকে! বিশেষজ্ঞরা কিন্তু না বলছেন, প্রসাধন সাময়িক, তাঁদের মতে ভারতীয়দের ত্বকের ধরন আলাদা, বিদেশিদের অনুকরণে লাভ নেই প্রসাধনী কেনার ক্ষেত্রেও সতর্কতা জরুরি বলে মত তাঁদের অনেক প্রসাধনীতে থাকে না প্রয়োজনীয় উপাদানই ফলে শুধু টাকা নষ্ট হয়, তার চেয়ে ঘরোয়া টোটকা ভাল আয়ুর্বেদ সামগ্রীর ক্ষেত্রেও সাবধান হওয়া জরুরি