চোখের মেকআপ তোলার সময় বেশ কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন। সতর্ক ভাবে চোখের মেকআপ না তুললে আপনি চোট পেতে পারেন। তাই একনজরে দেখে নিন যে চোখের মেকআপ তোলার ক্ষেত্রে কী কী সতর্কতা নেবেন। প্রথমে ভাল করে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। কখনই খুব জোরে ঘষে চোখের মেকআপ তোলার চেষ্টা করবেন না। আলতো হাতে চোখের মেকআপ তুলতে হবে তুলো বা নরম কাপড় দিয়ে। হাল্কা আইক্রিম লাগিয়ে নিয়ে তারপর তুলো দিয়ে চোখের মেকআপ মুছে নিন। আলাদা করে আইল্যাশ লাগানো থাকলে তা তোলার সময় সতর্ক থাকুন। শুধু কাজল বা লাইনার পরলেও সেটা ভাল করে মুছে নেওয়া প্রয়োজন। অতি অবশ্যই সব শেষে ভাল করে পরিষ্কার ঠান্ডা জলে চোখ ধুয়ে নিতে হবে।