মহিলারা রঙিন চুড়ি পরতে পছন্দ করেন।
ধর্মীয়ভাবে মহিলাদের জন্য এর মাহাত্ব আছে।
তবে এই চুড়িতে রয়েছে বৈজ্ঞানিক কারণও।
যা মহিলাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত।
চুড়ির ঘর্ষণে রক্ত সঞ্চালন সঠিকভাবে ঘটে।
মহিলার শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকে।
সেই সঙ্গে চুড়ি নারীদের মানসিক প্রশান্তিও দেয়।
এই কারণে অতীতে পুরুষরাও ব্রেসলেট পরতেন।
চুঁড়ির ঘষা লাগার শব্দ নেতিবাচক শক্তিকে দূরে রাখে।
সবুজ চুড়ি শান্তির প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়।