ব্রাশ একেবারে ব্যবহারের অযোগ্য না হওয়া পর্যন্ত তা বদলানোর কথা আমাদের মাথায় আসে না

দাঁতের গঠন ও দাঁতের উজ্জ্বলতা নিয়ে আমরা যতটা চিন্তিত দাঁত পরিষ্কার করার টুথব্রাশ নিয়ে ততটাই উদাসীন

এই দাঁতের অযত্নের অন্যতম বড় কারণ হতে পারে পুরনো টুথব্রাশ ব্যবহার করা

প্রতি দুই থেকে তিন মাস পর পর দাঁত মাজার ব্রাশ বদলানো উচিত তবে কী ভাবে ব্যবহার করা হচ্ছে, তার উপর নির্ভর করে

কোনও অসুস্থতা, বিশেষ করে ভাইরাল রোগ থেকে সেরে ওঠার পর অবশ্যই টুথব্রাশ বদলে ফেলা জরুরি

কারণ, রোগ সেরে গেলেও রোগের জীবাণু লেগে থাকতে পারে টুথব্রাশে

যদি এক পাত্রেই রাখতে হয় তবে ব্রাশ ঢেকে রাখা উচিত

বেসিনের পাশে কিংবা বাথরুমেও ব্রাশ রাখা ভাল অভ্যাস নয় জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা বেশি থাকে

নিয়মিত পরিষ্কার করতে হবে ব্রাশ সপ্তাহে অন্তত এক বার ব্যবহার করার আগে উষ্ণ গরম জলে ধুয়ে নিন