স্বামীর জন্মদিন বলে কথা। হাসি আর ধরে না দীপিকা পাড়ুকোণের। রণবীরের জন্মদিন উপলক্ষ্যে এবার আমেরিকায় গিয়েছেন দুজন। তবে শহরের চেনা-পরিচিত ভিড়ভাট্টা নয়। দুজনে ছুটি উপভোগ করলেন প্রকৃতির মাঝে। সৈকতে সূর্যস্নাত রণবীর...সেলফি তুলে নিজেই দেন ইনস্টাগ্রামে। বেড়ানো মানে তো খাওয়াদাওয়াও। সেই ছবিও দিয়েছেন অফুরন্ত এনার্জির অধিকারী রণবীর সিং। সাইক্লিং থেকে সৈকত-সফর, সবই ছিল স্বামী-স্ত্রীর ট্র্যাভেল লিস্টে। সমুদ্রতীরে ছোট্ট একটা ফুলও নজর এড়ায়নি তাঁদের। কর্মব্যস্ত জীবনে এমন মুহূর্ত আর কত বার আসে? জন্মদিন, প্রকৃতি, সঙ্গে দীপিকা। আর কী চাই? ছবিতেই বুঝিয়ে দিলেন রণবীর। সব মিলিয়ে দুরন্ত আমেরিকা-সফর রণবীর-দীপিকার। দুজনের ইনস্টাগ্রামে এখন শুধুই সেই সফরের রঙিন ছবি।