ভারতের ১১তম রাষ্ট্রপতি ছিলেন এপিজে আবদুল কালাম। একইসঙ্গে তিনি ছিলেন একজন মহাকাশ বিজ্ঞানীও। তাঁর বলা বেশ কিছু কথা আজও শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণামূলক। প্রতিটি মানুষ তাঁর কাছে ব্যতিক্রমী, প্রত্যেকেই বিশেষ মেধাসম্পন্ন। কালাম বলেন, 'নতুনভাবে ভাবার অভ্যাস করা দরকার।' নতুন কিছু আবিষ্কারের ইচ্ছে থাকা উচিত তরুণদের। অসম্ভবকে সম্ভব করা ইচ্ছে থাকলে সাফল্য আসবেই। কালাম বলেন, 'স্বতন্ত্র হতে গেলে সবথেকে কঠিন লড়াইটাই লড়তে হবে'। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামা যাবে না, বলেন কালাম। 'শিক্ষা থেকেই সৃষ্টি আসে, সৃষ্টি থেকে চিন্তা, চিন্তা থেকে জ্ঞান আর জ্ঞানই আপনাকে মহান করে'।