রাজস্থানের জয়পুরে জন্ম। ক্লাস সেভেন পর্যন্ত সেখানেই পড়াশোনা। আর্থিক অনটনের কারণে জয়পুর ছাড়তে হয় শুভমের পরিবারকে। রাজস্থান থেকে চলে আসতে হয় মহারাষ্ট্রের ছোট্ট গ্রামে। স্কুলে ভর্তি হয় সে পরিবারে অনটন। তাই জুতোর দোকান খোলেন শুভমের বাবা ভাপির স্কুলে ক্লাস ১২ পর্যন্ত পড়াশোনার পর বাবার জুতোর দোকানে কাজ শুরু করেন শুভম কাজের সঙ্গে সঙ্গে পড়াশোনা চালিয়ে যান শুভম দ্বাদশ পাশ করেই দিল্লিতে চলে যান দিল্লি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন ২০১৫ সাল থেকে শুরু হয় UPSC-র জন্য বিশেষ প্রস্তুতি দ্বিতীয়বার ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্স সার্ভিসে সুযোগ পান প্রস্তুতি চালিয়ে যান শুভম। ২০১৭ সালে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি হাল ছাড়েননি। চারবারে লক্ষ্যপূরণ শুভমের। IAS টপারদের তালিকায় ৬ নম্বরে নাম ওঠে শুভম গুপ্তার নিয়ম মেনে পড়া আর কঠোর পরিশ্রমই সাফল্যের মন্ত্র শুভমের শুভমের মতে, এই ধরনের পরীক্ষায় কোচিং নেওয়া ভালো তবে কেউ চাইলে কোচিং ছাড়াই প্রস্তুতি নেওয়া যেতে পারে।