পরপর দু'বার পরীক্ষা দিয়েও প্রিলিমস পাশ করেননি আশনা।
ছবি- ইনস্টাগ্রাম


কিন্তু হাল ছেড়ে দেননি। সফল IPS হয়ে উঠেছেন আশনা। পড়ুন তাঁরই কাহিনি।



উত্তরপ্রদেশের পিখুয়া শহরে জন্ম হয় আশনার। ছাত্রী হিসেবে মেধাবীই ছিলেন।



২০১৯ সালে তাঁর বাবা-মা তাঁকে UPSC পরীক্ষার জন্য উৎসাহিত করেন।



২০২০ সালে সেইমত প্রথমবার পরীক্ষায় বসেন তিনি, কিন্তু প্রিলিমসও পাশ করতে পারেননি আশনা।



চূড়ান্ত ব্যর্থতা গ্রাস করে তাঁকে। ২০২১ সালে ফের একবার পরীক্ষায় বসেন তিনি।



কিন্তু এবারেও প্রিলিমস আটকে গেলেন। চেপে বসল আত্মগ্লানি। হারাল আত্মবিশ্বাস।



কিন্তু, তারপরেও হাল ছাড়েননি আশনা। ২০২২ সালে প্রিলিমস এবং মেনস পাশ করেন তিনি।



১১৬ র‍্যাঙ্ক অধিকার করে UPSC উত্তীর্ণ হন আশনা চৌধুরী। যোগ দেন IPS হিসেবে।



আত্মবিশ্বাস, আবেগ আর নিষ্ঠাই তাঁর মতে সাফল্যের কারিগর।