JEE Main 2024 পরীক্ষার পেপার ১-এর এক্সাম সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ পেল।
ছবি- পিটিআই


jeemain.nta.ac.in ওয়েবসাইটে গিয়ে সহজেই দেখা যাবে পরীক্ষাকেন্দ্রের তথ্য।



পরীক্ষার ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করতে হবে লগ ইন তথ্য দিয়ে।



ওয়েবসাইটে Session 1 exam city intimation slip download পেজে যেতে হবে।



সেখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ বসিয়ে ডাউনলোড করা যাবে স্লিপ।



পেপার ১-এর পরীক্ষা হবে জানুয়ারি মাসের ২৭, ২৯, ৩০ ও ৩১ তারিখ।



ফেব্রুয়ারি মাসের ১ তারিখেও একটি পরীক্ষা রয়েছে।



দু্টি শিফটে হবে এই পরীক্ষা। সকাল ৯টা থেকে ১২টা এবং বিকেল ৩টে থেকে ৬টা।



পশ্চিমবঙ্গেও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী ২৮ এপ্রিল।



৩১ জানুয়ারি পর্যন্ত wbjeeb.nic.in-এ ফর্ম ফিল আপ করা যাবে।