রাজস্থানের দেব চৌধুরী প্রথমে বিজ্ঞানে স্নাতক হন।
ABP Ananda
Image Source: instagram

রাজস্থানের দেব চৌধুরী প্রথমে বিজ্ঞানে স্নাতক হন। ছবি- দেব চৌধুরীর ইনস্টাগ্রাম

তারপরই শুরু হয় UPSC পরীক্ষার প্রস্তুতি।
ABP Ananda
Image Source: instagram

তারপরই শুরু হয় UPSC পরীক্ষার প্রস্তুতি।

বাবার আয় খুব একটা ভাল ছিল না, অভাব ছিল সঙ্গী।
ABP Ananda
Image Source: instagram

বাবার আয় খুব একটা ভাল ছিল না, অভাব ছিল সঙ্গী।

হিন্দি মাধ্যমে পড়ার কারণে ইংরেজিতে দুর্বল ছিলেন দেব।
Image Source: instagram

হিন্দি মাধ্যমে পড়ার কারণে ইংরেজিতে দুর্বল ছিলেন দেব।

Image Source: instagram

UPSC-র স্টাডি মেটেরিয়াল পেতেন না হিন্দিতে।

Image Source: instagram

দিল্লিতে থেকেই শুরু হয় কঠোর প্রস্তুতি, ইংরেজি শিক্ষাও চলতে থাকে।

Image Source: instagram

২০১২ সালে প্রথম পরীক্ষায় বসেন দেব, সেবারে পাশ করেননি মেনসে।

Image Source: instagram

২০১৪-তে তৃতীয়বার পরীক্ষা দিয়েও শিকে ছেঁড়েনি দেবের।

Image Source: instagram

২০১৫ সালে চতুর্থবারের চেষ্টায় আসে সাফল্য, সফল IAS হন দেব চৌধুরী।

Image Source: instagram

হতাশা কাটিয়ে হাল না ছাড়ার মানসিকতাই সাফল্য এনে দিয়েছে দেবকে।