পরিশ্রম আর অধ্যবসায়েই UPSC জয় করেছেন দিব্যা।



হরিয়ানার মহেন্দ্রগড়ে জন্ম হয় দিব্যা তনওয়ারের।



বিজ্ঞান নিয়ে স্নাতক উত্তীর্ণ হন। অভাব থাকলেও পড়া থামেনি।



একা হাতে তিন মেয়েকে বড় করেছেন দিব্যার মা।



জীবনে প্রথম UPSC পরীক্ষায় বসেন দিব্যা ২১ বছর বয়সে।



কোনওরকম কোচিং নেননি তিনি, বাড়িতেই পড়েছেন।



প্রথমবারেই সাফল্য, সারা দেশে ৪৩৮ র‍্যাঙ্ক পান তিনি।



সন্তুষ্ট ছিলেন না, আবারও পরীক্ষা দেন দিব্যা।



দ্বিতীয়বারে ১০৫ র‍্যাঙ্ক অর্জন করেন তিনি।



মাত্র ২২ বছর বয়সে সফল IAS হন দিব্যা তনওয়ার।



Thanks for Reading. UP NEXT

নেট পাশেই পিএইচডিতে ভর্তি, বড় বদল ইউজিসির

View next story