বড় বদল এল পিএইচডিতে ভর্তির নিয়মে।



নতুন শিক্ষানীতিতে নেট পাশেই হবে পিএইচডির ভর্তি।



আলাদা করে আর কোনও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে না।



সারা দেশ জুড়ে পিএইচডির একটাই প্রবেশিকা পরীক্ষা।



নেট পাশ করলে জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ পাওয়া যাবে।



জেআরএফ ছাড়া পিএইচডিতে ভর্তির সুযোগ মিলবে।



আবার শুধুমাত্র পিএইচডিতে ভর্তিও হওয়া যাবে নেট পাশ করেই।



নেটের গ্রেড কার্ডে পার্সেন্টাইল ছাড়াও থাকবে প্রাপ্ত নম্বর।



৭০ শতাংশ নেটের নম্বর আর ৩০ শতাংশ ইন্টারভিউ থেকেই স্কোর হবে।



১ বছরের জন্য বৈধ থাকবে নেট পরীক্ষায় পাওয়া এই নম্বর।