আগামী ১৬ ও ১৭ মার্চ হবে ফুড SI-এর নিয়োগের পরীক্ষা। প্রতিদিন তিনটি সেশনে হবে পরীক্ষা।
ছবি- ফ্রিপিক


২ মার্চ থেকে ডাউনলোড করা যাবে অ্য়াডমিট কার্ড।



পরীক্ষায় বসার আগে PSC-র কিছু নির্দেশিকা মনে রাখতে হবে।



পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।



পরীক্ষা শেষে প্রার্থীরা প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবেন না।



অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ইত্যাদি ছাড়া অন্য কিছু নিয়ে পরীক্ষা দিতে আসা যাবে না।



মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, ক্লিপবোর্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ।



পরীক্ষার্থীদের কোনও বস্তু হারিয়ে গেলে কমিশন কোনওভাবে দায়ি থাকবে না বলে জানানো হয়েছে।



আপদকালীন অবস্থা ছাড়া পরীক্ষার সময় ওয়াশরুম ব্যবহার করা যাবে না।



পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য psc.wb.gov.in-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নিন।