WBCS পরীক্ষার শেষতম ধাপ ইন্টারভিউ। সেই স্তর পেরতে প্রয়োজন দুরন্ত প্রস্তুতি ইন্টারভিউয়ের জন্য় কীভাবে প্রস্তুত করতে হবে নিজেকে? লিখিত পরীক্ষার থেকে আলাদা হবে? এমন প্রশ্ন থাকে অনেকেরই। সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বিডিও মৃণ্ময়ী চট্টোপাধ্যায় ইন্টারভিউয়ের জন্য খুব ভাল কমিউনিকেশন স্কিল প্রয়োজন বলে জানাচ্ছেন তিনি। তাঁর টিপস, 'ছোট করে গুছিয়ে উত্তর দিতে হবে, বেশি লম্বা উত্তর দরকার নেই।' কোনও প্রশ্নের উত্তর জানা না থাকলে গেস-ওয়ার্ক করতে বারণ করেছেন তিনি। তাঁর আরও পরামর্শ, 'গ্র্যাজুয়েশন-এর বিষয়কে নেগলেক্ট নয়, তিনি প্রশ্ন করলে যদি উত্তর না দেওয়া যায় সেটা বাজে প্রভাব ফেলে।' WBCS-এর ইন্টারভিউয়ের ক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে বলছে গঙ্গাজলঘাঁটির বিডিও পরীক্ষার্থী যে এলাকার বাসিন্দা, তাঁকে সেই এলাকার ইতিহাস-ভূগোল নখদর্পণে রাখতেই হবে সামাজিক ইতিহাস থেকে স্থানীয় অর্থনীতি, রাজনীতি বিষয়ে একাধিক প্রশ্ন করা হতে পারে বলেই জানাচ্ছেন তিনি