লক্ষ্য অর্জনের জন্য অনেককেই একাধিক যুদ্ধ করতে হয় তেমনই লড়াইয়ের আরেক নাম- আইএএস কিঞ্জল সিং লড়াই শুরু হয়েছিল- বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সেখান থেকে আইএএস হওয়ার জার্নি ছিল চরম ওঠানামার কিঞ্জল যখন ছোট, সেই সময় তাঁর বাবা DSP কেপি সিংকে খুন হতে হয়েছিল সেই সময় থেকেই তাঁর মা তাঁকে উজ্জীবিত করেছিল IAS বা IPS হওয়ার কিঞ্জলের মা একাই লড়াই করে গিয়েছিলেন মেয়েকে বড় করতে কিন্তু ২০০৪ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনিও মারা যান এরপর একাই লড়াই করে ২০০৮ সালে আইএএস হন কিঞ্জল তাঁর বোন প্রাঞ্জলও আইআরএস অফিসার হয়েছেন এরপর দুই বোন লড়াই করে বাবার খুনিদের বিচারের মঞ্চে শাস্তি দেওয়ার কাজটি করেন ৩১ বছর পর শাস্তি পান কেপি সিংয়ের খুনিরা বাবার খুনের ন্যায়বিচার পেয়ে উচ্ছ্বসিত ছিলেন দুই বোন তবে আজ সমাজে এই দুই বোনের লড়াই এক সাফল্যর গল্পকথা