UPSC-তে সফল হতে গেলে কোচিং কতটা প্রয়োজন? সত্যিই কি দামি জায়গা থেকে পড়াশোনা না করলে সাফল্য মেলে না?



এই ধারণা যে কতটা ভুল, তা প্রমাণ করেছেন হরিয়ানার দিব্যা তনওয়ার।



কোচিংয়ের অর্থ ছিল না। নিজে থেকে পড়াশোনা করে প্রথমবারেই সফল হয়েছেন তিনি।



২০২১ সালে সর্বভারতীয় ব়্যাঙ্ক ৪৩৮ ব়্যাঙ্ক. তারপরে ২০২২ -এ পরীক্ষা দিয়ে সর্বভারতীয় ব়্যাঙ্ক ১০৫ ব়্যাঙ্ক।



বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ২০১১ সালে বাবাকে হারান তিনি। অক্লান্ত লড়াই করে তাঁর মা তিন সন্তানকে মানুষ করেছেন।



ব্য়াচেলর ডিগ্রি অর্জনের পরে তাঁর স্বপ্ন UPSC- এর জন্য পরিশ্রম শুরু করেন দিব্যা। ইন্টারনেটে মেলা স্টাডি মেটেরিয়াল ছিল সম্বল



অর্থ ছিল না, নিশ্চিত ভবিষ্যত ছিল না। দিব্যার সঙ্গে ছিল অধ্যবসায় এবং নিজের ও পরিবারের পরিস্থিতি বদলানোর জেদ। তাতেই মিলেছে সাফল্য



সম্পূর্ণ নিজে পড়াশোনা করেছেন। ইন্টারনেট থেকে পাওয়া টেস্ট মেটেরিয়াল ধরে অনুশীলন করেছেন। প্রথমবার পরীক্ষা দিয়েই সাফল্য।



প্রথমবারে IPS ব়্যাঙ্ক মেলে তাঁর। কিন্তু তাঁর স্বপ্ন ছিল IAS ব়্যাঙ্ক। সেই স্বপ্ন পূরণের জন্য একবার সফল হয়েও চলেছিল পড়াশোনা।



তাই ২২ বছর বয়সে দ্বিতীয়বারের জন্য UPSC-তে সফল হয়ে IAS- ক্যাডার পান তিনি। তাঁর এই লড়াই অনুপ্রেরণা জোগায় আরও বহু পড়ুয়াকে।