এত কাজ করছেন, অর্থ উপার্জন করছেন, অথচ সুখী নন ?



কিছুতেই যেন জীবনে সুখী হতে পারছেন না।



সুখের আসল রহস্য কী ? জানালেন সদগুরু।



জীবন, ভালবাসা, প্রেম, সাফল্য নিয়ে অকপট কথা বলেন সদগুরু।



তিনি বলেন, জীবনে সুখের উৎস নিজেরই মধ্যে।



বাইরের ব্যক্তি বা ঘটনার উপর সুখের জন্য নির্ভরশীল হলে সুখ পাবেন না।



জীবনের যে কোনও পরিস্থিতিতে নিজেকে আনন্দে রাখার মন্ত্র জানতে হবে।



শুধু সাফল্য থেকেই সুখ-শান্তি-আনন্দ আসে না।



জীবনে নিজে সুখী হলে তবেই আপনার সেরাটা দিতে পারবেন সবক্ষেত্রে।



তাই মানুষের মৌলিক দায়িত্ব নিজেকে সুখী রাখা।